Description
ম্যানকোজেব হলো ছত্রাকনাশকের সক্রিয় উপাদান ৷ এটি বহুমুখী, স্পর্শক ও প্রতিরোধক ক্রিয়াসম্পন্ন ডাইথায়োকার্বামেট জাতীয় ছত্রাকনাশক৷ বাতাসের সাহায্যে ইহা আইসোথায়োসায়ানেটে রুপান্তরিত হয়ে ছত্রাক এনজাইমের সালফাহাইড্রাল গ্রুপকে নিষ্ক্রিয় করে দেয়৷ আবার কখনো ম্যানকোজেব, ছত্রাক এনজাইমের উপাদান বিনিময় ঘটিয়ে ছত্রাক এনজাইমের কাজে ব্যাঘাত সৃষ্টি করে৷ ইহা ছত্রাকের স্পোর অংকুরোদগম রোধক হিসেবে কাজ করে এবং একই সাথে গাছের উপরিভাগে হালকা প্রলেপ সৃষ্টি করে৷ ফলে রোগজীবাণু গাছের সংস্পর্শে আসা মাত্র মারা যায় এবং বাহির থেকে রোগজীবাণু গাছের ভিতরে প্রবেশ করতে পারে না৷ এ ধরণের ছত্রাকনাশক, রোগের প্রতি প্রতিরোধ ঝুঁকি কম তৈরী করে৷ ইহা লোয়ার গ্রুপের ছত্রাক দ্বারা সৃষ্ট রোগ যেমন মিলডিউ, ব্লাইট, এনথ্রাকনোজ, লিফ স্পট দমনে ভালোভাবে কাজ করে৷ এটি জিঙ্ক ও ম্যাংগানিজ আয়ন সমৃদ্ধ হওয়ায় ব্যবহারের পরপরই গাছ দ্রুত সবুজ ও সতেজ হয়৷ সাধারণত ০.২% হারে (প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে) পাতায় প্রয়োগ করা উত্তম৷ ইন্ডোফিল এম-৪৫ একটি প্রতিরোধক গুণসম্পন্ন ডাইথায়োকার্বামেট জাতীয় স্পর্শক্রিয় ছত্রাকনাশক। এর প্রতি কেজিতে ৮০০ গ্রাম সক্রিয় উপাদান ‘ম্যানকোজেব’ আছে।
Français
Deutsch
Pусский
