Description
- ULALA 50 WDG অত্যাধুনিক প্রযুক্তির স্বল্পমাত্রার কীটনাশক।
- ULALA আত্মবাহী কীটনাশক, যা চুষে খাওয়া পোকাদের দমন করার জন্য অত্যন্ত কার্যকারী।
ULALA 50 WDG এর প্রয়োগে “জাবপোকা, মিলিবাগ, সাদা মাছি, চোষক পোকা, আঁশপোকা, ফোরিং পোকা, নালীপোকা জাতীয় সকল পোকা মারা যায়। এটি উপকারী পোকাদের ক্ষতি করে নাপ্রয়োগ পদ্ধতিঃ প্রতি লিটার পানিতে ০.৫ গ্রাম ব্যবহার করতে হবে। ব্যবহারের ১ ঘণ্টা পূর্বে ভিজিয়ে রাখতে হবে তাহলে পানির সাথে ভালোভাবে মিশে যাবে। উলালা বিকেলে ব্যবহার করতে হবে। একবার ব্যবহারের ১৪ দিন পর পুনরায় ব্যবহার করা যায়।
উলালা সকল ধরনের ফুল, ফল, শাকসবজি ও ফসলে ব্যবহার করা যায়।
Français
Deutsch
Pусский
